শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

আনোয়ারায় সার কারখানার পানি খেয়ে ১২ গরু-মহিষের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারায় সার কারখানার পানি খেয়ে ১২ গরু-মহিষের মৃত্যু

চটগ্রামের আনোয়ারায় সার কারখানার ‘বিষাক্ত বর্জ্য’ পানি খেয়ে ১২ গরু মহিষের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে সিইউএফএল সার কারখানার পশ্চিমে গোবাদিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় স্থানীয় লোকজন মরা গরু-মহিষগুলো নিয়ে ডিএপি সার কারখানার সামনে বিক্ষোভ করেন। 

তবে অভিযোগ অস্বীকার করেছে ডিএপি কর্তৃপক্ষ। পরে স্থানীয়দের দাবির মুখে ডিএপি সার কারখানার পক্ষ থেকে মৃত গরু মহিষগুলোর মৃত্যুর কারণ চিহ্নিত করতে পোস্টমর্টেমের ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।

জানা যায়, বিষক্রিয়ায় মো. এরফানের ১টি মহিষ, মো. ইব্রাহিমের ১টি, কাশেমের ৩টি, জহুর লাল সিংহের ১টি, মো. ছৈয়্যদ জামালের ১টি গরু, মো. একরামের ২টি মহিষ, মো. জাকেরের ১টি মহিষ, মো. কামাল হোসেনের ১টি মহিষ, মো. পারভেজের ১টিসহ মোট ১২টি গরু মহিষ মারা যায়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, সার কারখানার বিষাক্ত বর্জ্যে এর আগেও বেশ কয়েকবার বিষাক্ত পানির কারণে অনেক গরু-মহিষ মারা গেছে। তিনি বলেন, আমরা বারবার স্থায়ী একটি ব্যবস্থা নেয়ার জন্য বলে এলেও কারখানা কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। 

এবারো গরু মহিষ মারা যাওয়ার পর কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে। রাতে মৃত পশুগুলোর পোস্টমর্টেম করা হয়েছে। বিষক্রিয়ায় মারা গেলে ক্ষতিপূরণ দিবে বলেছে ডিএপি কর্তৃপক্ষ।

টিএইচ