সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত 

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ এই প্রতিপাদ্যে নিয়ে রোববার (১২ মে) আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

নেত্রকোণা: নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইপিআই ভবনে আলোচনা সভায় মিলিত হয়। 

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নেত্রকোণা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে সিনিয়র স্টাফ নার্স হান্না বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. একরামুল হাসান, ইমারজেন্সি মেডিকেল অফিসার টিটু রায়, জেলা পাবলিক হেলথ নার্স মোছা. জাকিয়া আক্তারসহ অন্যরা। 

নকলা (শেরপুর): শেরপুরের নকলা দিবসটি উপলক্ষ্যে উপজেলা নার্সেস পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

বোদা (পঞ্চগড়) : দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে হাসপাতাল চত্তরে প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. সোহেল, ডা. সাদমান সাকিব, ডা. মোমেনা বেগম জনি, নার্সিং ইনচার্জ সামসুেন্নেহার, নার্স মুনিরা খাতুন, বিলকিস আক্তার, নাসিমা আক্তার প্রমুখ।  

মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গালের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. তারেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন।  

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা  (আর এম ও) ডা. ইমরান হোসেন সহ  ডা. আতিকুর রহমান, ডেন্টাল সার্জন ডা. নুরে আলম, ডা. বিশ্বজিৎ দাস, নার্সিং সুপার ভাইজার ফাতেমা খাতুনসহ অন্য নার্সিং কর্মকর্তারা ও মধুপুর নার্সিং ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা। 

টিএইচ