খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি জড়িত এবং এজাহারভুক্ত আসামি বরুন দেকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েলের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের আনন্দনগর থেকে এজাহারভুক্ত আসামি বরুন দেকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৪ আগস্ট খাগড়াছড়ি জেলার শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়।
এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় বরুন দে’র (৪৫) নামে মামলা হয়। গ্রেপ্তারকৃত আসামি বরুন দে (৪৫) খাগড়াছড়ি সদর থানার আনন্দ নগর, (ভুবেনেশ্বর কালী মন্দির), এলাকার বাসিন্দা সুনীল দের ছেলে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অপারেশন ডেভিল হান্ট অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলা সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। গত বছরের ৪ আগস্ট খাগড়াছড়ি জেলার শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এজাহারভুক্ত গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
টিএইচ