বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘আমি আমতলীতে শান্তির সুবাতাস নিয়ে এসেছি’ 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

‘আমি আমতলীতে শান্তির সুবাতাস নিয়ে এসেছি’ 

বরগুনা- ১ আসনের এমপি গোলাম সরোয়ার টুকুকে গণসংবর্ধনা ও আমতলী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মতিয়ার রহমানের অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার (১৬ এপ্রিল) পৌরসভা চত্ত্বরের বঙ্গবন্ধু মুর্যালের পাদদেশে অনুষ্ঠিত হয়।

গণসংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে সভাপত্বি করেন আমতলী পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম সরোয়ার টুকু। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরগুনা পৌরমেয়র ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল আহসান মহারাজ, আমতলী উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, বেতাগী পৌরমেয়র মো. গোলাম কবির, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. রেজবিউল কবির জোমাদ্দার, আমতলী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান প্রমুখ। 

সভার শুরুতেই অনুষ্ঠানের সভাপতি পৌরমেয়র মো. মতিয়ার রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম সরোয়ার টুকু এমপিকে ফুলের শুভেচ্ছা জানান ও স্বর্ণের নৌকার কোট পিন পরিয়ে দেন।

সভায় আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জনপ্রতিনিধি, আইনজীবী, কাউন্সিলর, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল। গণসংবর্ধনার জবাবে গোলাম সরোয়ার টুকু এমপি বলেন, আমি আমতলীতে শান্তির সুবাতাস নিয়ে এসেছি। 

কেউ আমতলী অশান্ত করবেন না। আমি আমতলী পৌরসভাসহ উপজেলাকে মডেল এবং স্মার্ট উপজেলা বানানোর জন্য মেয়রসহ সকল জনপ্রতিনিধির সহযোগিতা চাই। 

টিএইচ