সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আরইআরএমপি প্রকল্পের ১৪০ নারীকর্মীর মধ্যে চেক ও সনদপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

আরইআরএমপি প্রকল্পের ১৪০ নারীকর্মীর মধ্যে চেক ও সনদপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের ১৪০ নারীকর্মীর সঞ্চয়কৃত অর্থের ১ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 

তারা প্রত্যেকে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪শ টাকা করে। রোববার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক ও সনদপত্র বিতরণের আয়োজন করে  উপজেলা প্রকৌশলীর কার্যালয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। 

উপজেলা প্রকৌশলী মো. সাদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদ্য যোগদানকৃত উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. সানাউল্লাহ ও আবু সায়েম, সহকারী ট্রেনিং অফিসার মাহতাব আলীসহ অন্যরা। অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘ ৪ বছর ধরে এসব নারীরা এই অর্থ সঞ্চয় করেছিলেন। এক সঙ্গে পেয়ে তারা এই অর্থ সংসারে আয়বর্ধনমূলক কাজে ব্যবহার করে স্বাবলম্বী হবেন। 

টিএইচ