রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আলমডাঙ্গায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে প্রশিক্ষণ কর্মশালা

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

আলমডাঙ্গায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে প্রশিক্ষণ কর্মশালা

আলমডাঙ্গায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অফিস স্টাফদের দিনব্যাপী দক্ষতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ কর্মশালা রোববার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব প্রশিক্ষণ কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।

প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. নুরুল্লাহ মো. আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাবুদ্দিন, উপ-পরিচালক ডা. এ এইচ এম শামীমুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় প্রাণিসম্পদ দপ্তরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

টিএইচ