বান্দরবানের আলীকদমে বাইক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ১৮ জানুয়ারি (শনিবার) ২নং চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। সেক্ষেত্রে ডাম্পারের (মিনি ট্রাক) ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়।
নিহতরা হলেন- মো. বেলাল, পিতা: মাশুক আহমদ, সাং-নাছির চেয়ারম্যান পাড়া, ২নং ওয়ার্ড। মিনহাজ, পিতা: মিন্টু,সাং-বাজার পাড়া, ২নং ওয়ার্ড। মো. সৈয়দ আমিন, পিতা: অজ্ঞাত, সাং- মনু মিস্ত্রির কলোনী, নাছির চেয়ারম্যান পাড়া, ১নং আলীকদম ইউনিয়ন, আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলীকদম থেকে একটি ডাম্পার (মিনি ট্রাক) কক্সবাজারের চকরিয়ায় যাচ্ছিল। অপরদিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন আলীকদমের দিকে আসছিল। এ সময় তারাবুনিয়ায়-চারা বটতলী এলাকায় পৌঁছালে ডাম্পারটি (মিনি ট্রাক) মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মৃত্যু হয়।
এ ঘটনায় আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
টিএইচ