শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

আশাশুনিতে দুটি পেট্রোল পাম্প সিলগালা ও জরিমানা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে দুটি পেট্রোল পাম্প সিলগালা ও জরিমানা

আশাশুনি উপজেলার বুধহাটা ও মহেশ্বরকাটিতে অবস্থিত দুটি পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও সিলগালা করা হয়েছে। 

বুধবার (৫ এপ্রিল) দুপুরে থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মহেশ্বরকাটির মেসার্স আন্না ফিলিং স্টেশানে পরিমাপে কারচুপি ও ভোক্তাদের সাথে প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্পের ম্যানেজার সেফাতুল্লাহকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে পাম্পের একটি মেশিন সিলগালা করা হয়। 

পরে বুধহাটায় অবস্থিত মেসার্স রহমান ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে একই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

টিএইচ