রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
The Daily Post

আশাশুনিতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের দায়ে জরিমানা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের দায়ে জরিমানা

সাতক্ষীরার আশাশুনিতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৬৬০ কেজি মাছ বিনষ্ট ও একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (১২ মে) জেলা গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ। মোবাইল কোর্ট পরিচালনাকালে বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামের ইয়াসিন গাজীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে ধরে তাকে ২০ হাজার টাকা জরিমানা আদায়সহ ৪ ক্যারেট মাছ জব্দ করেন। 

এছাড়া একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ আলী ও মৃত আপিল উদ্দিন সরদারের ছেলে বাবু সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। 

এসময় তারা অভিযান বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় তাদের বাড়ি থেকে ২ ক্যারেট ও ১ ড্রাম অপদ্রব্য পুশ করা মাছ জব্দ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে গর্ত খুঁড়ে গর্তের ভিতরে কেরোসিন ঢেলে মাছ পুড়িয়ে দিয়ে বিনষ্ট করা হয়। 

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, এসআই আব্বাস আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টিএইচ