সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি 

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এলাকার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। 

বুধবার (৯ আগস্ট) বিষয়টি জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় দিকে আশুলিয়ার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা এলাকার মৃত আ. জলিল সরদারের ছেলে মো. তুহিন সরদার (২৭) ও একই এলাকার মো. আইয়ুব আলী শেখের ছেলে মো. সাব্বির শেখ (২০)। এদের মধ্যে তুহিনের নামে বিভিন্ন থানায় ৩/৪টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

টিএইচ