সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই কলোনির ১০টি কক্ষ পুড়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৯ জানুয়ারি) আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আব্দুল খালেকের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অগ্নিকাণ্ডের একটি খবর আসে। খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ওই বাড়ির সেমিপাকা ১০টি কক্ষ পুড়ে যায়।
সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেয়েছি সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টিএইচ