বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি  

আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত 

সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শিমুল মিয়া নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এর আগে গত শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিমুল মিয়া আবির যশোর জেলার অভয়নগর থানার লেবুগতি এলাকার মনসুর সরদারের ছেলে। সে আশুলিয়ার জামগড়া এলাকার স্টার লিং ক্রিয়েশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তবে আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, শিমুল একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার ঘরে বসেই হত্যার পরিকল্পনাকারীরা মাদকসেবন করছিল। এর কিছু সময় পর ঘর থেকে বের হয়ে শিমুল ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠে যায়। 

এ সময় কয়েকজন সন্ত্রাসী এসে শিমুল মিয়াকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় শিমুলকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, হাসপাতাল থেকে শিমুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

প্রাথমিকভাবে জানা যায়, মাদক সংশ্লিষ্ট ঘটনা থেকেই এই হত্যাকা্ল সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

টিএইচ