সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার বাথরুম থেকে অজ্ঞাত (২৫) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত শনিবার রাতে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার আলমগীর হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে হা-মীম গ্রুপের একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। সেটি আকলিমা বেগম নামের এক নারী সুইং অপারেটর আইডি কার্ড বলে জানা যায়। তবে আইডি কার্ডটি নিহেতর কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে দরজা ভেঙে কক্ষ প্রবেশ করে। পরে কক্ষের ভিতর প্রবেশ করে দেখা যায়, বাথরুমে এক নারীর অর্ধগলিত মরদেহ পড়ে আছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়। 

আশুলিয়া থানার এসআই আশরাফুল আলম জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

অন্যদিকে, রোববার (১৪ জুলাই) আশুলিয়ার মধ্যগাজিরচট এলাকা থেকে মোহাম্মদ মেহেদী (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মেহেদী সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার পিঙ্গুয়ারী গ্রামের মো. আনিসের ছেলে।

আশুলিয়া থানার এসআই মোতালেব হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গতরাতের কোনো এক সময় ঘরের ফ্যানের সঙ্গে লুঙ্গি ও গামছা পেচিয়ে আত্মহত্যা করে।

টিএইচ