সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি বাঁশবাগানের ভিতর থেকে আনজু খাতুন নামের এক পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহে উদ্ধার করেছে পুলিশ। তার মুখমণ্ডল ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনজু খাতুন গাইবান্ধা জেলার সদর থানার ঘাগুয়া ইনিয়নের মৃত মনোয়ার হোসেনের মেয়ে। সে আশুলিয়ার বাগবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর হিসাবে কাজ করতো বলে জানা যায়।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি বাঁশবাগানের ভেতর নারী পোশাক শ্রমিকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় একটি আইডি কার্ড দেখা গেছে। তিনি হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

হামীম গ্রুপের টিআইএসডব্লিএস -১ কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন বলেন, আনজু খাতুন নামে এক নারী শ্রমিক গত বৃহস্পতিবার রাতে কারখানা থেকে বাসায় যায়। কিন্তু শুক্রবার (২৬ এপ্রিল) তিনি কারখানায় আসেন নি। পরে লাইনের সুপারভাইজার আনজুকে কল দিলেও আনজু ফোন রিসিভ করেনি।

আশুলিয়া থানার এসআই ভজন চন্দ্র বলেন, পুলিশ হত্যাকান্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছে। কর্মস্থল থেকে ফেরার পথে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

টিএইচ