বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে (ঢাকা-মেট্টো -ব-১৫-১৬-১৩) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয় বলে জানা যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার রাতে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী সার্ভিস লেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, ক্ষতিগ্রস্ত বাসের মালিকের নাম মোক্তার হোসেন (৫০)। তিনি সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা এলাকার আব্দুল মোন্নাফের ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান আমার সংবাদকে বলেন, ঘটনাস্থলে যাওয়ার পরে স্থানীয় দু-একজনের কাছে শুনেছি মোটরসাইকেলে আসা দুই আরোহী বাসটিতে (ঢাকা-মেট্টো-ব-১৫-১৬-১৩) অগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকাগামী সার্ভিস লেনে পার্কিং অবস্থায় ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য যে, এর আগেও ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর ও মধুমতি মডেল টাউন এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টিএইচ