শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় সাবেক এমপিসহ ৪০ জনের নামে হত্যামামলা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় সাবেক এমপিসহ ৪০ জনের নামে হত্যামামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় গত ৫ আগস্ট আল-সাবুর (১৫) এক শিক্ষার্থীকে পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা আ.লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ ৪০ জনকে আসামি করে একটি হত্যামামলা করা হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ মামলার বিষয়টি জানিয়েছেন। এর আগে গত রোববার রাতে নিহত শিক্ষার্থীর মা মোছা. রাহেন জান্নাত ফেরদৌসী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

নিহত আল-সাবুর (১৬) নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মহাদেবপুর গ্রামের এনাফ নায়েদ ওরফে জাকিরের ছেলে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় শাহীন স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করতো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আস-সাবুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বাইপাইলে যায়। দুপুর তিনটা পর্যন্ত আস-সাবুরের সঙ্গে তার মায়ের যোগাযোগ হয়। কিন্তু তারপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি তার মা।  

এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে খোঁজ খবর নিয়ে নিহতের পরিবার জানতে পারেন, এ সময় আ.লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরাসহ অজ্ঞাতনামা আরও আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীসহ যাকে সামনে পেয়েছে তাকেই এলোপাতাড়ি পিটিয়েছে ও গুলি করেছে। তখন আস-সাবুর দৌড়ে পালানোর সময় আসামিদের হাতে ধরা পড়ে গেলে তারা লাঠি দিয়ে এলোপাথারী  মারপিট ও গুলি করে আগুনে পড়িয়ে দেয়। এতে আস-সাবুর ঘটনাস্থলেই মারা যায়।

আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি হত্যামামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। আসামিদের  গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ