বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আসন্ন সংসদ নির্বাচনে যশোরের চা-দোকানে ভোটারদের আড্ডা 

যশোর প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনে যশোরের চা-দোকানে ভোটারদের আড্ডা 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা ছুটতে শুরু করেছেন ভোটারের দ্বারে দ্বারে। গোটা যশোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে  ওঠা চা দোকান, ক্লাবঘর থেকে শুরু করে সর্বমহলে এখন নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। প্রার্থীদের পক্ষে-বিপক্ষে রয়েছেন অনেক ভোটার। 

অনেকে রীতিমতো ভোট বর্জনের ঘোষণাও দিয়েছেন। সব মিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর অঞ্চলজুড়ে নির্বাচনি আমেজ বইতে শুরু করেছে। প্রার্থীরা ইতোমধ্যে রাজধানী ছেড়ে নিজ এলাকায় অবস্থান নিয়েছেন। তারা সমানতালে দিনের পাশাপাশি রাতেও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন।  অনেক প্রার্থী নির্বাচন উপলক্ষে অফিস খুলেছেন। যে অফিসের মাধ্যমে প্রার্থীদের সমর্থকরা তার পক্ষের ভোট নিয়ে আড্ডায় মেতে উঠেছেন। 

যশোর সদর-৩ আসনের প্রার্থী কাজী নাবিল আহমেদের পোস্টারে ছেয়ে গেছে গোটা শহরের বিভিন্ন সড়কের দু’পাশ। 

যশোর শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে জানা গেছে, যশোর সদর-৩ আসনে পরপর দুবার সংসদ সদস্য হিসেবে কাজী নাবিল আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু মোহিত কুমার নাথ। 

যশোর সদর-৩ আসনে আওয়ামী লীগের মাঝি হিসেবে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত মনোনীত হয়েছেন কাজী নাবিল আহমেদ। এভাবে জেলার অন্যান্য উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নৌকা প্রতীকের চূড়ান্ত ঘোষণা অনেক প্রার্থীর ক্ষেত্রে গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। 

যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাজী নাবিল আহমেদের বিপরীতমুখী স্বতন্ত্র প্রার্থী যশোর সদর উপজেলার সভাপতি বাবু মোহিত কুমার নাথ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন। এই আসনে প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হলে যশোর সদর উপজেলার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। 

যশোর সদর-৩ আসনে নির্বাচনি প্রচারে এগিয়ে রয়েছেন কাজী নাবিল আহমেদ। স্বতন্ত্র প্রার্থী বাবু মোহিত কুমার নাথ ছাড়াও এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু, কুলা প্রতীকের বিকল্পধারার মারুফ হাসান কাজল, আম প্রতীকের ন্যাশনাল পার্টির সুমন কুমার রায়, নোঙ্গর প্রতীকের বিএনএমের শেখ নুরুজ্জামান, বটগাছ প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ তৌহিদুজ্জামান ও সোনালি আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপির কামারুজ্জামান বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন। তবে এই আসনে মূলত নৌকা প্রতীকের কাজী নাবিল আহমেদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের বাবু মোহিত কুমার নাথের মধ্যে লড়াই হবে। 

টিএইচ