বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। আটকরা  হলেন, উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি গ্রামের মোতালিবের ছেলে তাবারক, উচিতপুরা  ইউনিয়নের উচিতপুরা গ্রামের মোতালিবের ছেলে নবী হোসেন,  ফতেপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে মারুফ। 

পুলিশের বরাতে জানাযায়, গত মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদী জেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদি গ্রামের অটোরিকশাচালক তোফাজ্জলের অটোরিক্সাটি খড়িয়া বাজার থেকে ছিনতাইকারীরা আড়াইহাজার পৌরসভার কামরাণীরচর বাজারে যাওয়ার জন্য ভাড়া নেয়। 

কামরাণীরচর  বাজারে যাওয়ার পথিমধ্যে একটি ফাঁকা জায়গায় গিয়ে ছিনতাইকারীরা চালক তোফাজ্জলকে এলোপাথারী মারধর করে হাত, পা এবং মুখ বেঁধে রাস্তার ধারে ফেলে দিয়ে অটোরিক্সাটি নিয়ে যায়, ওই সময় রাস্তা দিয়ে পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় অটোরিক্সাচালক তোফাজ্জলকে দেখতে পেয়ে তাকে উদ্ধারের পর তার মুখ থেকে অটো ছিনতাইয়ের ঘটনাটি শুনে থানা পুলিশকে অবগত করেন। 

ঘটনা শোনার পর তাৎক্ষণিক থানার এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে কামরাণিরচর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাটিসহ তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। 

এ ব্যাপারে অটোরিক্সাচালক তোফাজ্জল বাদী হয়ে বুধবার (৬ মার্চ) থানায় একটি লিখিত অভিযোগ করেন। আড়াইহাজার থানার ওসি আহসানুল্লাহ জানান অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।

টিএইচ