মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ (সিপিএসসি নরসিংদী) এর সদস্যরা। 

এ বিষয়ে গতাকল র্যাব ১১ এর ডিএডি (ওয়ারেন্ট অফিসার) মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করলে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার উপজেলার চৈতনকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন, বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র মো. রিপন ও একই গ্রামের আফসারউদ্দিনের পুত্র মো. সাইফুল ইসলাম। 

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, রিপনের বসতঘরের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ীর উপস্থিতির সংবাদে র্যাবের ওই টিম ওই বাড়িতে অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপর দুজন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও রিপন এবং সাইফুলকে ধরে ফেলে র্যাব। 

ওই সময় তাদের কাছ থেকে দুটি বস্তায় ১৭ পেকেটে মোড়ানো ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

টিএইচ