মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে বিভিন্ন মামলায় সাতজন গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে বিভিন্ন মামলায় সাতজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছ থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার ওসি এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তাররা হলেন, উপজেলার উচিৎপুরা ইউনিয়নের পশ্চিম আতাদী গ্রামের মৃত হারেজ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আব্দুল খালেক, সাতগ্রাম ইউনিয়নের বাঘবাড়ি গ্রামের মৃত খলিল ভুঁইয়ার ছেলে আনোয়ার হোসেন, বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মৃত আস্রাব আলীর ছেলে মো. রিপন ও আরও ৩ আসামিসহ মোট ৭ জন আসামিকে শুক্রবার (১৫ নভেম্বর) নারায়ণগঞ্জ কোর্টে  প্রেরণ করা হয়। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ