বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে মাদক ব্যবসায়ীসহ দুজন গ্রেপ্তার 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে মাদক ব্যবসায়ীসহ দুজন গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ১৭ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. মাহবুব ও ১২টি ডাকাতি মামলার আসামি মো. কবিরকে পৃথক পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে। 

তাদের গত সোমবার দিবাগত রাতে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত কবিরের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। 
পুলিশ জানায়, উপজেলার খাগকান্দা ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র মো. কবির ১২টি ডাকাতি মামলার আসামি। 

তাছাড়া তাকে ফরিদপুর কোতোয়ালি থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করে ফরিদপুর কোর্ট হাজতে রাখলে গত ৫ আগস্ট সে কোর্টের গেট ভেঙে পালিয়ে যায়। তার নামে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও রয়েছে বলে পুলিশ জানায়। 

অপরদিকে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের নরিংদি এলাকার আজগরের ছেলে মাদক ব্যবসায়ী মো. মাহাবুবকে একই রাতে ১৭ ইয়াবাসহ আটক করে পুলিশ। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গ্রেপ্তার দুজনকেই মঙ্গলবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ