মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার কালাপাহাড়ীয়ায় ইউনিয়নের ইজারকান্দী এলাকায় যুবদলের সভাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, ওইদিন বিকালে কালাপাহাড়ীয়া ইউনিয়নের যুবদল সভাপতি ফকির জহিরের নেতৃত্বে একটি মিছিল ইজারকান্দী এলাকায় সভাস্থলের পৌঁছলে ওই সময় কদমীরচর এলাকা থেকে সাবেক ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মুসা সিরাজীর নেতৃত্বে একটি মিছিল সমাবেশ যাওয়ার সময় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওই মিছিলে লোকজন কম বলে তাদের সমাবেশ যোগ না দিতে মাইকে ঘোষণা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। 

একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ওই সময় ফকির জহিরের লোকজন টেঁটা, বল্লম এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুসার লোকজনের ওপর হামলা চালায়। এ হামলায় উভয়পক্ষের অন্তত ১৫ জন যুবদলের নেতাকর্মী আহত হয়েছেন। 

আহতরা হলেন— যুবদল নেতা সফর আলী, আক্তার হোসেন, শেখ ফরিদ, আবদুল্লাহ আসিফ, সাজ্জাদ ও ছাত্রদল নেতা শাওন প্রমুখ। তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। 

এ সংঘর্ষের ঘটনা শুনে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোবারক হোসেন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় লোকজন জানান, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ আওয়াজ শোনা গেছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সংঘর্ষের ঘটনা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টিএইচ