সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৪ ঘণ্টার ২০ ঘণ্টা বিদ্যুৎ সাপ্লাই বন্ধ রাখছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ডেইরি ও পোল্ট্রি খামারগুলো বন্ধ রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ অফিস বলছে, জাতীয় বিদ্যুৎ খাতে বিদ্যুতের ঘাটতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে জানান তারা। 

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের আওতায় শত শত শপিং সেন্টার, শিল্প কারকানা, ডেইরি ও পোল্ট্রি ফার্ম এবং সেচ প্রকল্প রয়েছে। গত প্রায় এক সপ্তাহের বিদ্যুৎ বিভ্রাটের কারণে সকল সেক্টরে কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। অফিস আদালতে কাজ কর্ম ব্যাহত হচ্ছে। 

বোরো জমিগুলো সেচের অভাবে শুকিয়ে ফেটে যাচ্ছে। এখন ঈদের সময়, ব্যাংকে রেমিটেন্স ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা উত্তোলনের বিষয় রয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এ সমস্ত খাতগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত মঙ্গলবার সারা দিন বিদ্যুৎ ট্রিপ করেছে। ১০ মিনিট বিদ্যুৎ আছে তো ৩০ মিনিট নেই এমন অবস্থায় দিন চলার পর রাত ১১টায় বিদ্যুৎ চলে গিয়ে সারা রাত আর আসেনি। 

এ অবস্থায় অফিসের ডিজিএম, এজিএম থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ইনচার্জ ও কর্মচারীদের বার বার পরিস্থিতি জানার জন্য ফোন করলে তারা কেউ ফোন রিসিভ করেন নি। 

বুধবার (৩ এপ্রিল) আড়াইহাজার জোনাল অফিসের এজিএম হাসান তারেককে ফোন করে জিজ্ঞেস করা হলে তিনি জানান, কিছুই করার নেই। সাওঘাট অফিস আমাদেরকে যতটুকু বিদ্যুৎ সাপ্লাই দেয় আমরা তাই দিতে পারব। এর বেশি দেয়া আমাদের পক্ষে সম্ভব না। 

তিনি জাতীয় বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ ঘাটতির কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ওই অফিসের ডিজিএম আসাদুজ্জামানের মুঠোফোনে রাতে এবং দিনে বার বার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি। 

আড়াইহাজার এলাকায় বিদ্যুৎ সাপ্লাই কম দেয়া হচ্ছে- এর কারণ জিজ্ঞেস করা হলে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি -২ এর সাওঘাট অফিসের জেনারেল ম্যানেজার নূর মোহাম্মদ জানান, আমি বিদ্যুৎ কম পাই তাই কম বিদ্যুৎ সাপ্লাই দেই। এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। 

টিএইচ