সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে ২১ রাউন্ড গুলি উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে ২১ রাউন্ড গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ২১ রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আড়াইহাজার পৌর সদরের পান্না বারুইপাড়া এলাকার সুলতান মাস্টারের বাড়ির পূর্বপাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এ গুলিগুলো উদ্ধার করা হয়।

উল্লেখ্য : ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ওই দিনই দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে সবকিছু পুড়িয়ে দিয়ে থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার নবনিযুক্ত ওসি এনায়েত হোসেন বলেন, বাকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচ