মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার ৩০ ইয়াবাসহ ওমর সানি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। ওমর সানি গোপালদী পৌরসভার কলাগাছিয়া গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী  ইউনিয়নের মানিকপুর এলাকায় ঢাকা টু বিশনন্দী ফেরিঘাট রোডে পুলিশ চেকপোস্টের সামনে দিয়ে ওমর সানি দ্রুত গতিতে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। 

এ সময় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় সন্দেহজনক হলে পুলিশ তার গায়ে তল্লাশি চালায় এ সময় তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৩০ ইয়াবা উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ওমর সানিকে মাদক আইনে মামলা দিয়ে রোববার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

টিএইচ