শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

আড়াইহাজার পৌর নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের আবেদন  

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজার পৌর নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের আবেদন  

আড়াইহাজার পৌর নির্বাচনের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং জোরদার করার দাবি জানিয়ে স্বতন্ত্র তিন মেয়র প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে আবেদন করেছেন।

বুধবার (৩১ মে) আড়াইহাজার পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান বিষয়টি জানিয়েছেন। বুধবার (৩১ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে তিন প্রার্থীর সমর্থকরা এই আবেদনপত্র জমা দিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, আড়াইহাজার পৌর নির্বাচনে সাবেক মেয়র হাবিবুর রহমান (জগ), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশীদ  (মোবাইল) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা (নারিকেল গাছ) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য আড়াইহাজার পৌর নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর। তাই তারা ইভিএমের সাথে পৌরসভার এগারোটি কেন্দ্রের প্রতিটি বুথে সি সি ক্যামেরা স্থাপনের লিখিত আবেদন করেছেন।

আড়াইহাজার পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার আ. কাদির  বলেন, কমিশন নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নিব। 

টিএইচ