বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘আ.লীগের আর ফিরে আসার সুযোগ নাই’

কিশোরগঞ্জ প্রতিনিধি

‘আ.লীগের আর ফিরে আসার সুযোগ নাই’

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ১৬টা বছর আমাদের লড়াই করতে হয়েছে, আমরা কেউ রাতে শান্তিতে ঘুমাতে পারি নাই। 

রোববার (১৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমরা আমাদের বহু ভাইকে হারিয়েছি। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলো। 

অন্যায়ভাবে তারেক রহমানকে একের পর এক মামলা দিয়েছিলো। হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে। ছেলেকে না পেয়ে বাবাকে তুলে নিয়ে যেত পুলিশ। এর আগে রোববার (১৫ ডিসেম্বর) জেলা শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ে জাতীয় সংগীত, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী ইসরাইল মিয়া সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। 

বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এতে জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবকদল, জেলা যুবদল ও জেলা ছাত্রদলের সভাপতি/সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে বর্তমান আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব হাজী ইসরাইল মিয়া কাউন্সিলে লড়েন। কাউন্সিলররা ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করেন।

টিএইচ