বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের আ.লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন বাবলু দাড়িয়া গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. রুহুল আমিন মালিখালি ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মন্নান দাড়িয়ার ছেলে। আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ থাকায় পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রথমে তাকে ভর্তি করা হয়। 

হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে কর্তব্যরত ডাক্তার নাজিরপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মালিখালি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন বাবলু দাড়িয়ার বিরুদ্ধে নাজিরপুর থানায় দুটি মামলা রয়েছে। নাজিরপুর সদরে অবস্থিত বিএনপির অফিসে সমাবেশে আসার সময় নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার মামলা ও যুবদলের মিছিলে হামলার মামলায় তিনি আসামি। 

গত  বৃহস্পতিবার চেয়ারম্যান রুহুল আমিন বাবুলু দাড়িয়াকে কোর্টে প্রেরণ করলে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল বিচারিক আদালত তাকে জেলহাজতে পাঠান।

টিএইচ