বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আ.লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী: দুলু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

আ.লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী: দুলু

জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেছেন, রাতের ভোট আর হবে না। আ.লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী কারণ আ.লীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি। 

গত মঙ্গলবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে তুষভাণ্ডার অডিটরিয়ামে দেশের চলমান বিরাজমান পরিস্থিতির আলোকে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

এসময় তিনি আগামী দুর্গা পূজায় আ.লীগ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল প্রমুখ।  

টিএইচ