শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post
আইনজীবী সমিতি নির্বাচন 

আ.লীগের দোসরদের নমিনেশন প্রত্যাহারে আলটিমেটাম

নওগাঁ প্রতিনিধি

আ.লীগের দোসরদের নমিনেশন প্রত্যাহারে আলটিমেটাম

নওগাঁ জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচনে আ.লীগের দোসরদের অংশগ্রহণ না করা ও নমিনেশন প্রত্যাহারে আলটিমেটাম  দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জেলা আদালত চত্বরে নমিনেশন প্রত্যাহারের জন্য বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আ.লীগ স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তবে তাদের দোসরা এখনো বিভিন্ন জায়গা থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। হাসিনার দোসর কিছু আইনজীবীরা বিগত দিনে বিচার ব্যবস্থাকে নগ্ন হস্তক্ষেপ করে ধ্বংসের দাঁড়প্রান্তে এসে দাঁড় করিয়েছে। এ জন্য আগামী ৩০শে জানুয়ারি নওগাঁ অ্যাড. বার অ্যাসোসিয়েশন নির্বাচনে হাসিনার কোনো দোসরদের অংশগ্রহণ নওগাঁর সাধারণ ছাত্র-জনতা মেনে নিবে না। 

তারা যদি নিজ ইচ্ছায় নির্বাচন থেকে বিরত থাকা ও নমিনেশন প্রত্যাহারের জন্য বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত সময় বেধে দিয়েছেন। এর মধ্যে  নমিনেশন প্রত্যাহার না করলে অবস্থান কর্মসূচির  ঘোষণা করা হয়।

এ সময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাদনান সাকিব, রাফি রেজুয়ান, আরমান হোসেন, আবদুল মোমিন, মোহতাসিম কবিরসহ কমিটির সদস্যরা। বিক্ষোভ শেষে নওগাঁ অ্যাড. বার অ্যাসোসিয়েশনের সবার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা।

টিএইচ