বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘আ.লীগের সঙ্গে বন্ধুত্বের জন্য বাংলাদেশের সঙ্গে দুশমনি করছে ভারত’

মুন্সীগঞ্জ প্রতিনিধি

‘আ.লীগের সঙ্গে বন্ধুত্বের জন্য বাংলাদেশের সঙ্গে দুশমনি করছে ভারত’

বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আ.লীগের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য ভারত বাংলাদেশের ১৮কোটি মানুষের সঙ্গে দুশমনি শুরু করেছে। শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য বাংলাদেশের মানুষের সঙ্গে দুশমনি করেছে। 

বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, অন্য কোনো শক্তির কাছে বাংলাদেশের মানুষ মাথা নত করবে না। শনিবার (৭ ডিসেম্বর) মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, রাজনীতির আখলাক পরিবর্তন করা প্রয়োজন। চাঁদাবাজ,  দুর্নীতিবাজ, ফিটিংবাজের রাজনীতি আর মানুষ চায় না। ভালোমানুষ সংসদে গেলে সরকার ভালো গঠন হবে, ভালো সরকার ভালো আইন তৈরি করবে। হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের মুসলিমদের। 

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, বাংলাদেশের মানুষকে বদনাম করার জন্য একটি সামপ্রদায়িকতার অভিযোগ করা হয়েছে। আমরা তীব্র এর নিন্দা করেছি এবং এ সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন দিয়ে আছি । 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বেপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

টিএইচ