আগামী ২৫ মে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউপি উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুযায়ী প্রার্থীরা তাদের প্রচার প্রচরণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও অর্থ বিষয় সম্পাদক আব্দুল হাই নৌকা প্রতীক পেয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের জন্য শতভাগ আশাবাদী।
তার প্রতিদ্বন্দ্বী দুইজন স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দীন হাওলাদার আনারস প্রতীক ও মো. শামিম মোটরসাইকেল প্রতীক পেয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা আবু সাইয়েদ আব্বাসী তিনি হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এখন পর্যন্ত কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
চরপাতা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩৫৫৪, পুরুষ ভোটার ১২৪৩৯ নারী ভোটার ১১১১৫ জন। ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন কমিশনের নিকট দাবি জানান।
টিএইচ