সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীতে আশ্রয়ণ প্রকল্পে পানির অভাবে দুর্বিষহ জীবন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে আশ্রয়ণ প্রকল্পে পানির অভাবে দুর্বিষহ জীবন

পিরোজপুরের ইন্দুরকানীতে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পে পানির অভাবে দুর্বিষহ জীবনযাপন করছে সেখানকার বাসিন্দারা। গত বৃহস্পতিবার সরেজমিন দক্ষিণ কালাইয়া আশ্রয়ণ প্রকল্পে গেলে দেখা যায়, প্রকল্পে আশ্রয়ণ ঘরের লোকজন বিভিন্ন দূর-দুরান্ত থেকে বালতি, কলসি ও পটে করে পানি নিয়ে তাদের দৈনন্দিন কার্যক্রম করছে। 

আশ্রয়ণে থাকা বাসিন্দারা জানায়, এখানে ৫৪টি পরিবার একত্রে বসবাস করি। আমরা এখানে সর্বদিক থেকে সুবিধা পেলেও খাবার ও ব্যবহারের পানির অভাবে আমাদের বসবাস দুর্বিষহ হয়ে পড়েছে। যদিও নদীর তীরবর্তী আমাদের এ আবাসনটি। 

এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসবাস করতে হয়। নদী থেকে পানি তুলে এনে ব্যবহার করা অনেক কষ্ট সাধ্য। ছোট ছোট বাচ্চাদের রেখে পানি আনতে গেলে অনেক সময় চিন্তায় থাকতে হয়। অন্য আশ্রয়ণ প্রকল্পের ঘরের সাথে পানির জন্য নলকূপ ও বৃষ্টির পানি ধরে রাখার জন্য পানির ট্যাংকি দেয়া হলেও আমাদের আশ্রয়ণে এর কোনো ব্যবস্থা নেই। আমাদের পানির সমস্যার সমাধান হলে আমরা শান্তিতে জীবনযাপন করতে পারতাম। 

এ ব্যাপারে উপজেলা উপসহকারী প্রকৌশলী শিমুল বড়াল জানান, রাজস্ব ফান্ড থেকে বরাদ্দ পেতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পানির ব্যবস্থার জন্য টেন্ডার হয়েছে। খুব শিগগিরই ঠিকাদার কাজ করবে। 

উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী জানান, এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপসহকারী প্রকৌশলী শিমুল বড়াল শিগগিরই সমস্যা সমাধানের জন্য বলেছি। এ ছাড়াও সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছি।

টিএইচ