শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীতে এক জালেই ধরা পড়লো ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ

ইন্দুরকানী (পিরোজপুর ) প্রতিনিধি  

ইন্দুরকানীতে এক জালেই ধরা পড়লো ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ

ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ।  ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের মো. দুলাল ফকিরের জালে ধরা পড়েছে এ মাছগুলো। মাছ পেয়ে জেলেরা আনন্দিত। 

ট্রলারের জেলেরা জানান, বঙ্গোপসাগরে যাওয়ার পর মাত্র দুবার জাল ফেলে ৯০ টি লাক্ষা মাছ পেয়েছি। লাক্ষা মাছের প্রতিটির ওজন  হবে ১০-২০ কেজির মত। মাছের প্রতিটি কেজির মূল্য ১২/১৩শ টাকা। এ মাছ পেয়ে জেলেরা মাত্র ৫ দিনের ব্যবধানে ফিরে আসে পাড়েরহাট মৎস্য বন্দরে। 

মাছগুলো গত শুক্রবার পাড়েরহাট মৎস্য বন্দরে পাইকারী ক্রেতাদের কাছে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করেন। মৎস্য ব্যবসায়ীরা খুচরা বিক্রির জন্য দেশের বিভাগীয় শহরে ঢাকা ও চট্টগ্রামে নিয়ে যায়। আড়ৎদার ইকবাল জানান, অন্য্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা ও  দাম বেশি এবং খেতে সুস্বাদু। 

ট্রলারের মালিক দুলাল ফকির জানান, পর পর কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবো এবং শ্রমিকদের মনের আশা পুরন হয়েছে । 

টিএইচ