বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
দুর্নীতির অভিযোগ

ইন্দুরকানীতে চেয়ারম্যানের ওপর ১০ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাব

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে চেয়ারম্যানের ওপর ১০ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাব

পিরোজপুরের ইন্দুরকানীতে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আইন ও বিধি বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবং তার শাস্তি দাবি করেছেন একই ইউনিয়নের ১০ ইউপি সদস্য। 

ইন্দুরকানী উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান তালুকদার শাওনের বিরুদ্ধে ২৬টি লিখিত অভিযোগ করেছেন তারা। পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তারা এ অভিযোগ করেন। 

পাড়েরহাট ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য মো. ইলিয়াস খান জানান, পরিষদের নিয়ম অনুযায়ী নির্বাচনের পর প্রথম সভার সময় একজন প্যানেল চেয়ারম্যান গঠন করতে হয় কিন্তু পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গত তিন বছরেও তা না করে তার পছন্দমত একজনকে দায়িত্ব দিয়ে কাজ চালায়। 

এছাড়াও তিনি একই স্থানে একাধিক ভূয়া প্রকল্প দিয়ে অর্থ আত্মসাতসহ দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আইন ও বিধিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমরা ১২ সদস্যের ১০ জনই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছি এবং তার শাস্তি দাবি করছি। 

বিষয়টি জানতে পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান তালুকদার শাওনের মুঠোফোনে ও হোয়াটসআ্য্যপে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।  

এ ব্যাপারে জানতে চাইলে ইন্দুরকানী ইউএনও আবুবকর সিদ্দীকী বলেন, আমি এ ধরনের একটা অভিযোগ পেয়েছি। এর সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক এবং সমাজসেবা ও জনস্বাস্থ্য কর্মকর্তাদের দিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির তদন্ত রিপোর্ট পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রিপোর্ট পাঠানো হবে। 

টিএইচ