বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে পড়ে আবিদা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) উপজেলা দক্ষিণ ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। 

স্বজনরা জানান, আবিদা সকালে ঘর থেকে নেমে খেলতে খেলতে বাড়ির সামনে থাকা খালের ঘাটে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্বজনরা আবিদা না পেয়ে খুঁজতে শুরু করে একপর্যায় ইন্দুরকানী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আবিদাকে খালে ভাসতে দেখে উদ্ধার করে। 

পরে স্বজনরা শিশুটিকে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আবিদা সেউতিবাড়ীয়া গ্রামের রাজিব হাওলাদারের মেয়ে।

৪নং ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন জানান, প্রতিনিয়ত পানিতে পড়ে শিশুর মৃত্যু হচ্ছে। এ ব্যাপারে শিশুর অভিভাবকদের সচেতনতা ও সর্তক থাকতে হবে। 

টিএইচ