শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীর যুবক কিরগিজস্তানে নির্যাতনের শিকার 

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীর যুবক কিরগিজস্তানে নির্যাতনের শিকার 

পিরোজপুরের ইন্দুরকানীর যুবক কিরগিজস্তানে নির্যাতনের স্বীকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া এলাকার হেমায়েত মাতুব্বরের ছেলে আরিফ (৩০) এই নির্যাতনের স্বীকার হচ্ছে। 

তারা জানায়, দুই বছর আগে থেকে আরিফ তার আত্মীয়ের সঙ্গে ঢাকায় ইলেক্ট্রনিক্সের কাজ করত। সেখান থেকে পরিচয় হয় আদম ব্যবসায়ী তুহিনের সঙ্গে। তুহিন আরিফকে তখন থেকেই মালায়েশিয়া কাজের জন্য পাঠানোর কথা বলে বিভিন্ন সময় চার লাখ টাকা নেয়। গত এপ্রিল মাসের ২৮ তারিখে আরিফকে হঠাৎ ফোন দিয়ে ঢাকায় নিয়ে যায় এবং মালায়েশিয়া না পাঠিয়ে তড়িঘড়ি ভিসা করে কিরগিজস্থান পাঠিয়ে দেয়। 

কিরগিজস্তানে এয়ারপোর্ট গিয়ে আরিফ কাউকে না পেয়ে তিন দিন সেখানে অবস্থান করার পর পাকিস্তানি একটা হোটেলে যায়। সেখানে পুলিশি হয়রানি হলে সে ওখান থেকে অন্য এক দালালের মাধ্যমে কৃষি কাজে যায়। দালাল তাকে আটকিয়ে রেখে কাজ করায় এবং বিভিন্ন অযুহাতে মানুষিক নির্যাতন করেন। 

দালালের চোখ ফাঁকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এতথ্য জানান নির্যাতনের স্বীকার আরিফ। নির্যাতনের ভিডিও পেয়ে আরিফের পরিবারে চলছে আহাজারি। হতদরিদ্র পরিবার আরিফের মা অন্যের বাসায় কাজ করে এবং বাবা একজন দিনমজুরী। ছেলেকে বিদেশে পাঠানোর জন্য বসতবাড়ির জমি বিক্রি করে ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়। আরিফকে নির্যাতনের বিষয়ে পরিবার এজেন্সির কাছে জানালে মিলন ও তুহিন আরও টাকা চেয়ে পরিবারকে হুমকি দেয়। 

 এ বিষয়ে আরিফের পিতা হেমায়েত জানায়, আমি প্রধানমস্ত্রীর কাছে আমার ছেলেকে কিরগিজস্তান থেকে উদ্ধার করার অনুরোধ করছি। আমরা সর্বহারা হয়ে গেছি। আরিফের এই সংবাদে আমাদের পরিবার অনাহারে দিন কাটাচ্ছি। 

নির্যাতিত আরিফ জানায়, আমাদেরকে ওখানের লোকজন অনেক নির্যাতন করে ও নিয়মিত খাবার দেয় না এবং অনেক টাকা দাবি করে। রাতে একটি ঘরে আটকিয়ে রাখে বাহিরে বের হতে পারি না। 

উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী জানায়, ঘটনাটি সামাজিক যোগাযোগ ও বেসরকারি টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি। আমি আরিফের বাড়িতে গিয়েছিলাম সব বিষয় জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

টিএইচ