শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ইভিএমে আস্থা রাখুন: নির্বাচন কমিশনার

বরিশাল ব্যুরো  

ইভিএমে আস্থা রাখুন: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন সচেষ্ট। আইনশৃঙ্খলা বাহিনী অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। ভোটার ও প্রার্থীদের ইভিএমে আস্থা রাখতে বলেছেন তিনি।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৯ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. আহসান হাবিব।

সভায় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের করনীয় নিয়ে আলোচনা করা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার জানান বরিশালে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি অবাধ, সুষ্ঠু ও নির্বাচন হবে বলে প্রতিশ্রুতি দেন। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করার কথা বললেও ভোটার উপস্থিতি নিয়ে কোন শঙ্কা নেই নির্বাচন কমিশনারের। প্রার্থীদের পাশাপাশি নির্বাচন কমিশনও ভোটারদের কেন্দ্রে আনতে ব্যবস্থা নিবে। ভোটার উপস্থিতি বেশি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইভিএম নিয়ে বিভিন্ন মহল থেকে নির্বাচনের সময় অভিযোগ আসলেও সেগুলো সত্যতা নেই বলে দাবি নির্বাচন কমিশনারের। এরই মধ্যে নির্বাচন কমিশন প্রায় ৬০০টি স্থানে ইভিএম-এ ভোটগ্রহণ করেছে, যা গ্রহণযোগ্য হয়েছে। ইভিএমের ভোটে সকলের আস্থা রাখারও আহ্বান জানান তিনি।

আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা। এবারের নির্বাচনে বরিশাল থেকে এখনও পর্যন্ত ৬জন মেয়র প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

টিএইচ