শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ইসলামপুরে দলীয় নেতার হাতে সংরক্ষিত আসনের এমপি লাঞ্চিত 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুরে দলীয় নেতার হাতে সংরক্ষিত আসনের এমপি লাঞ্চিত 

জামালপুরের ইসলামপুরে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলালের উপস্থিতে জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরাকে লাঞ্চিত করেছে উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। 

গত বৃহস্পতিবার রাতে ইসলামপুর উপজেলা আ.লীগ কার্যালয়ে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্য অনুষ্ঠিত আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটেছে।

আ.লীগের দলীয় সূত্র জানায়, সংরক্ষিত মহিলা এমপি বক্তব্যকালে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উদ্দেশ্যে বলেন, দলীয় কর্মসূচিতে আমাকে দাওয়াত দেয়া হয়না। আমাকে কেন দাওয়া দেয়া হয়না বলতেই আ.লীগ নেতা আনোয়ার হোসেন তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে গায়ে হাত তুলে। 

মহিলা এমপির উদ্দেশ্যে আ.লীগ নেতা আনোয়ার হোসেন বলেন, তোকে দাওয়াত দিতে হবে কেন? 

এসময় আনোয়ার হোসেনকে নিবৃত না করে টেবিল চাপড়িয়ে ধর্মপ্রতিমন্ত্রী মহিলা এমপি হোসনে আরাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেন। পরে মহিলা এমপি হোসনে আরা আ.লীগ অফিস ত্যাগ করেন।

এ বিষয়ে সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা তৎক্ষানিক রাতে তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সন্মেলনে তিনি বলেন, আমি জামালপুর -শেরপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি। 

আমার নিজ এলাকা ইসলামপুরে দলীয় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেয়া হয়না। আমিতো এমপি নয় দলীয় কর্মী হিসেবে দাওয়াত পাওয়ার অধিকার রাখি। দলীয় সভায় এসব কথা বলতে গেলে অকথ্যভাষায় গালি গালাজের পর আমার উপর হাত তুলেছে উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। এর আগেও সে আমার উপর হামলা করেছিল। সেসময় ইসলামপুর থানায় মামলা করতে গেলে থানায় মামলা নেয়নি। 

আজকে আমাকে দলীয় অফিসে লাঞ্চিত করার ঘটনা লিখিতভাবে জেলা আ.লীগ বরাবরে অভিযোগ দায়ের করবো বলে জানান তিনি।

উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন দাবি করে বলেন, মহিলা এমপি হোসনে আরাকে আমি অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তুলিনি। এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, তিনি একজন এমপি। তিনি দলীয় কর্মকান্ডে সক্রিয় থাকলে দাওয়াত দিতে হবে কেন। তিনি বরাবরই আমার বিরুদ্ধে এসব অসাংগঠনিক অযুক্তিক অভিযোগ তোলেন। আজকেও তাই ঘটেছে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত কেউ তুলেনি। তার এসব অভিযোগ সঠিক নয়।

টিএইচ