রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
The Daily Post

ইসলামপুরে নারীকে মারধরের অভিযোগে একজন গ্রেপ্তার 

জামালপুর প্রতিনিধি 

ইসলামপুরে নারীকে মারধরের অভিযোগে একজন গ্রেপ্তার 

ইসলামপুরের সংকরপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সুন্দরী বেগম ও তার  মেয়ে সুমি খাতুনকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে আলামিন গংদের বিরুদ্ধে। গত শনিবার  সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায়  আলামনি (২৫), রাসেল (২০), মনি (২২),  নতু (৫৫), রাশেদা (৪৫) ইসলামপুর থানার একটি অভিযোগ দায়ের করা হয়।  ইসলামপুর থানার ওসি মো. মাজেদুর রহমান নির্যাতিত নারী সুন্দরী ও সুমির অভিযোগের বর্ণনা শুনে অভিযোগটি গ্রহণ করেন এবং আইনি সেবাদানের আশ্বাস দেন।

অভিযোগের প্রেক্ষিতে ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান এসআই মো. দেলোয়ার হোসেনকে আসামিদের গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করেন। পরে এসআই মো. দেলোয়ার হোসেন গত শনিবার রাতে সংকরপুর আসামিদের নিজ বাড়ি থেকে নতু ও রাসেলকে গ্রেপ্তার করে।

এ নির্যাতনের ঘটনার খবর পেয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পরিচালক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা কমিটি  মো. মিজানুর রহমান পারভেজ, মানবাধিকার কর্মীদের নিয়ে ০৫ জনের একটি টিম গঠন করে সুন্দরী ও সুমীকে ইসলামপুর উপজেলা হাসপাতালে দেখতে যান। 

সুন্দরী বেগম জানান, গ্রেপ্তারের পর হতে আসামিপক্ষের লোকজন আমাদেরকে  মামলা তুলে নেয়ার হুমকী দিচ্ছে। এ প্রেক্ষিতে নির্যাতিত সুন্দরী ও সুমি এবং তার পরিবারের অন্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় আছে।

টিএইচ