সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি প্রদান

দিনাজপুর প্রতিনিধি 

ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি প্রদান

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ার টেকার ও সকল জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে বুধবার (৭ জুন) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রংপুর বিভাগের ৮ জেলার কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশের পক্ষ হতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক শাকিল আহমেদের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। 

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ বিভাগীয় কমিটি রংপুরের সভাপতি মাও. মো. জবাইদুর রহমান ও দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুস সোহবান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়-ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে শিক্ষ মজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন।

বর্তমানে এ প্রকল্পটির মাধ্যমে প্রাক-প্রাথমিক সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষাসহ সারাদেশে মোট ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষাকেন্দ্রের শিক্ষক ও শিক্ষিকাদের মাধ্যমে প্রতিবছর ২৪ লাখ ১৪ হাজার ২০০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে। 

এসময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কমিটির সভাপতি মাও. মো. আব্দুর রশিদ, বিভাগীয় কোষাধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা সভাপতি মাও. মো. আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা কমিটির সহ-সম্পাদক মাও. মো. হেলালসহ সদস্যরা।

টিএইচ