বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘী এলাকায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ মো. ফেরদৌস রহমানকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব। 

তার কাছ থেকে ৯০ ইয়াবা ও ২.২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ফেরদৌস রহমান নান্দাইল দিঘী গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে। শুক্রবার (১৪ জুলাই) প্রেস রিলিসের মাধ্যমে এতথ্য জানান র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।

র্যাব জানায়, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফেরদৌস রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে ফেরদৌস রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কালাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

টিএইচ