সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঈদে দশ লাখ টাকায় মিলবে মানিক

লালমোহন (ভোলা) প্রতিনিধি  

ঈদে দশ লাখ টাকায় মিলবে মানিক

লালমোহনে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। এবার উপজেলার সবচেয়ে বড় গরু মানিকের দাম হাকা হয়েছে ১০ লাখ টাকা। 

উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা সফল খামারী মো. নুরুজ্জামান জানান, অস্ট্রেলিয়ান জাতের একটি গরু নিয়ে পাঁচ বছর আগে নিজ বাড়ির আঙিনায় খামার গড়ে তুলি। বর্তমানে যেখানে রয়েছে ২০টি গরু। এর মধ্যে রয়েছে সাতটি ষাঁড় ও সাতটি গাভি। বাকিগুলো বাছুর। 

এর মধ্যে মানিককে কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করেছি। আমি মনে করি; পুরো জেলায় এই গরুটি সবচেয়ে বড়। তাই ভালোবেসে গরুটির নাম দিয়েছি ‘মানিক’। গরুটির ওজন প্রায় ১৫ মণ। গরুটি বিক্রির জন্য দাম চেয়েছি ১০ লাখ টাকা।

তিনি আরো বলেন, গরুটির পিছনে গত ছয়মাস ধরে দৈনিক দেড় হাজার টাকার মতো খরচ হচ্ছে। এই গরুটিসহ খামারের বাকি গরুগুলোকে খৈল, ভূষি, ভুট্টা ও ঘাস খাওয়ানো হয়। এছাড়া খামারে থাকা সাতটি গাভি প্রতিদিন দেড় মণ করে দুধ দিচ্ছে। প্রতি মাসে লক্ষাধিক টাকার দুধ বিক্রি করি। 

এ বিষয়ে জানতে চাইলে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী মো. বিল্লাল উদ্দিন জানান, কোরবানি উপলক্ষে যেসব পশু বাজারজাত করা হবে, সেসব পশু সুস্থ-সবল কিংবা রোগাক্রন্ত কিনা তা নির্ণয়ের জন্য প্রতিটি পশুর হাটে কাজ করবে মেডিকেল টিম।

টিএইচ