বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্যগুদামের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহত জিহাদ হোসেন মুনসিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও দাশুড়িয়া কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার বিকেল তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্যগুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। পরে তেঁতুলতলা গোডাউনের কাছে গিয়েও তাকে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। রাতে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। 

শনিবার (৬ জুলাই) গোডাউনের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো মরদেহ পাওয়া যায়। ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

টিএইচ