শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ঈশ্বরদী ফেন্সিডিলসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

ঈশ্বরদী ফেন্সিডিলসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য আটক

পাবনার ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী মাসুম হাওলাদার ও অপর সিপাহী হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্না খাতুনকে আটক করেছে পুলিশ। পৌর শহরের ফকিরের বটতলা, পিয়ারাখালী ও স্কুলপাড়া এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঈশ্বরদী থানা পুলিশ। 

এসময় মাসুম হাওলাদারের কাছে ও তার বাসা থেকে ২৩৪ বোতল এবং হাফিজুল ইসলামের বাসা থেকে  ৬১ বোতল ফেন্সিডিলসহ এক লাখ ৩০ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

আটক মাসুম হাওলাদার পিরোজপুর সদর থানার উদয়কাঠি গজলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে ও ঝর্না খাতুন বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ার বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। মাসুম হাওলাদার ও হাফিজুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত সিপাহী। 

গত রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।  ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটক দুই আসামিসহ পলাতক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

আর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী বিভাগীয় সহকারী কমান্ডেন্ট শহীদুজ্জামান জানান, দুই সিপাহীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ