সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

‘উপকুলবাসীর নিরাপত্তায় সরকার প্রযুক্তি নির্ভর টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে’

দাকোপ (খুলনা) প্রতিনিধি

‘উপকুলবাসীর নিরাপত্তায় সরকার প্রযুক্তি নির্ভর টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে’

বর্তমান সরকার দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তায় নদী শাসন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপদ টেকসই বেড়ীবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। 

ইতোমধ্যে অনেক জায়গায় এমন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তবে এ ধরনের প্রকল্পের সফলতা পেতে স্থানীয়দের সহযোগিতা দরকার। নদীর গতিপথ বাধাগ্রস্ত করে নয়, বরং বর্তমান বাস্তবতায় নাব্য সৃষ্টি করে পানির স্বাভাবিক স্রোত ধারার সাথে সমন্বয় করে তৈরি করা উপকূল রক্ষা প্রকল্পে সাধারণ মানুষের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) খুলনার দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভা মিলনায়তনে পানি উন্নয়ন বোর্ড আয়োজিত খুলনা জেলার দাকোপ উপজেলাধীন ৩১নং পোল্ডারের পানি ব্যবস্থাপনা পদ্ধতির পুনরুদ্ধার ও উন্নয়নের সম্ভাব্যতা শীর্ষক সমীক্ষা প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। 

আই ডব্লিউ এম ও সি জিআইএসের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সফি উদ্দিন। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার অতিথি হিসাবে বক্তৃতা রাখেন সংরক্ষিত আসনের এমপি অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. মনিরুজ্জামান, পাউবোর প্রধান প্রকৌশলী ড. শ্যামল চন্দ্র দাস, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডল ও দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। 

টিএইচ