সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

এইচএসসির পরীক্ষার হলে ছাত্রের পকেটে মিলল গাঁজা!

নিজস্ব প্রতিবেদক

এইচএসসির পরীক্ষার হলে ছাত্রের পকেটে মিলল গাঁজা!

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, নকলের চিরকুট ও গাঁজা নিয়ে প্রবেশ করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হলে এমন ঘটনা ঘটে।

এ সময় নকলে জড়িত দুই শিক্ষার্থীদের বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।

তারা হলেন পাঁচরুখি কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজু।

আর গাঁজা পাওয়ায় পাঁচরুখি কলেজের পরীক্ষার্থী শ্রাবণকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান, পরীক্ষা হলে নকলের চিরকুট, মুঠোফোন নিয়ে প্রবেশ করায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। অপরজনের কাছে মাদকদ্রব্য গাঁজাসহ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।

টিএইচ