বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক

‘একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না’

এ সময় রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। তবে সম্প্রতি সেখানে ঝামেলা হওয়ায় কিছু রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। যারা প্রবেশ করছে তাদের ধীরে ধীরে বের করে দেয়া হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রাশিয়ার জাহাজ দেশে পণ্য খালাস না করে ফিরে যাওয়ায় মালামাল পেতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, রাশিয়ার জাহাজ পণ্য খালাস না করায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ হবে না, বাকি সব কাজ ঠিকমতো চলবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন।

টিএইচ