সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

‘একটি আধুনিক উপজেলা  গড়ার প্রত্যাশা করি’

শালিখা (মাগুরা) প্রতিনিধি

‘একটি আধুনিক উপজেলা  গড়ার প্রত্যাশা করি’

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ একটি আধুনিক উপজেলা গড়ার প্রত্যাশা নিয়ে নির্বাচন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে সকল শ্রেণির পেশার মানুষের কল্যাণে কাজ করে একজন জনপ্রিয় হয়ে আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, মাগুরা জেলার শালিখা উপজেলার বর্তমান চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন। 

মাগুরা জেলা আ.লীগেরসহ সভাপতি ও শালিখা উপজেলার সাধারণ সম্পাদক হিসাবে তিনি দীর্ঘ ২৫ বছর দায়িত্ব পালন করেছেন। এরপর গত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়ে সকল শ্রেণির পেশার মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন। 

তার দায়িত্ব পালন সময়ে তিনি উপজেলার সকল এলাকাকে সমান গুরুত্ব দিয়ে অবহেলিত রাস্তা, মসজিদ মন্দির নির্মাণ ও সংস্কার করে মানুষের জীবনমানের উন্নয়নে অবদান রেখেছেন। এরমধ্যে আড়পাড়া ডিগ্রি কলেজে নির্মিত বাংলাদেশের প্রথম শিক্ষা পার্ক স্থাপন সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

এছাড়া শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের জন্য যন্ত্রপাতি ক্রয়ে বরাদ্দ, আড়পাড়া মহাশ্মশানে যাওয়ার রাস্তা নির্মাণসহ বিভিন্ন মসজিদ মন্দির নির্মাণ তার উদাহরণ। তার বিগত বছরগুলোর কর্ম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করেছি। আবার জনগণ আমাকে নির্বাচিত করলে, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থাার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। 

টিএইচ