বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন খাগড়াছড়ি এসপি

খাগড়াছড়ি প্রতিনিধি

এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন খাগড়াছড়ি এসপি

পবিত্র মাহে রমজানের প্রথম রমজানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। গত মঙ্গলবার খাগড়াছড়ি জেলার পূর্ব ইসলামপুর দারুলউলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায়, খাগড়াছড়ি পুলিশ সুপারের উদ্যোগে এতিম  শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার বলেন, পূর্বের মতই অত্র প্রতিষ্ঠানের প্রতি যথাসাধ্য সাহায্যে ও সহযোগিতা করা হবে। এসময় পুলিশ সুপার মাদ্রাসার সকল এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন। 

তিনি এতিম শিক্ষার্থীদের থাকার স্থান ও খাবার পরিবেশ তদারকি করেন। পবিত্র রমজান মাসে অত্র মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন।

পরবর্তীতে তিনি এতিম শিক্ষার্থীদের সঙ্গে দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন এবং এতিম শিক্ষার্থীদের নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সঙ্গে ইফতার করেন। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জসীম উদ্দিন, সদর থানার ওসি মো. তানভীর হোসেন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং এতিম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিএইচ